জাগোনারী বাস্তবায়িত ও কেয়ার_বাংলাদেশের আর্থিক সহযোগিতার প্রদৃপ্ত প্রকল্পের মাধ্যমে কাজের বিনিময় অর্থ (CFW) কর্মসূচি আওতায় কালাপাড় উপজেলায় মাটির রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে জাগোনারী প্রধান নির্বাহী জনাব হোসনে আরা হাসি, উপজেলা ভাইস চেয়ারম্যান, অতিরিক্ত পরিচালক সিপিপি ও জাগোনারীর পাবলিক রিলেশনশিপ অফিসার। উক্ত প্রকল্পের মাধ্যমে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় চারটি ইউনিয়নের মানুষের দূর্যোগের ক্ষতি মোকাবেলায় কাজকরে যাচ্ছে জাগোনারী।