প্রাকৃতিক দুর্যোগকালীন ঝুঁকি এড়াতে জলে ভেসে চলা ‘মান্তা’ জনগোষ্ঠীর নিরাপদ আবাসস্থলের জন্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নির্মাণ হবে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। যেখানে থাকবে কমিউনিটি সেন্টার, নামাজ আদায়ের জন্য মসজিদ এবং বিশুদ্ধ পানির সুবিধা।
গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে এটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুসলিম চ্যারিটির ফান্ড রাইজিং ও কমিউনিটি এনগেজমেন্ট ম্যানেজার ইসলাম উদ্দিন।
২০২২-২৩ অর্থবছরে মুসলিম চ্যারিটির সহযোগিতায় বেসরকারি সংস্থা জাগোনারীর বাস্তবায়নে ‘কোষ্টাল লাইভলিহুড এন্ড ডি আর আর রেজিলিয়েন্স’ প্রকল্পে অর্ধকোটি টাকা ব্যয়ে দ্বিতল এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এই আশ্রয়কেন্দ্রটি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদী ঘেঁষা মান্তা পল্লী সংলগ্ন এলাকায় নির্মাণ হবে।
উদ্বোধনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুসলিম চ্যারিটির প্রোগ্রাম ডিরেক্টর ইরফান রাজপুত, কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলুল করিম, জাগোনারীর পরিচালক (যোগাযোগ) মো. ডিউক ইবনে আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান ও চর মোন্তাজ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ খান প্রমুখ।