[gtranslate]

অদ্য ইংরেজি 6.5.2024 তারিখ জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এডিসি সার্বিক এবং সিভিল সার্জন মহোদয় , বরগুনা। এছাড়াও উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সভায় রাইট টু গ্রো প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন মো: মনিরুজ্জামান । বক্তারা স্থানীয় পুষ্টির সমস্যাগুলো তুলে ধরেন পাশাপাশি সমাধানের জন্য সকল সেক্টরকে এগিয়ে আসার আহ্বান জানান। সিভিল সার্জন মহোদয় বলেন ইউনিয়ন পরিষদের ওয়াশ এবং পুষ্টি খাতে যেসব বাজেট বরাদ্দ রেখেছে সে বাজেট গুলো জেলা প্রশাসনের নির্দেশনায় খরচ করার চেষ্টা করতে হবে। এ ছাড়াও সমুদ্রসমাজ সুশীল সংগঠনের সভাপতি জনাব নজরুল ইসলাম তালতলী উপজেলার মারাত্বক অপুষ্টি বাচ্চাদের কিভাবে উন্নত স্বাস্থ্যসেবার মাধ্যমে সুস্থ করা যায় সেবিষয়ে দাবি তুলে ধরেন।
উপপরিচালক সমাজ সেবা বলেন মারাত্বক অপুষ্টি শিশুর তালিকা নিয়ে সমাজ সেবা অফিস যোগাযোগ করতে।
এছাড়াও ডিএনসিসি এবং ইউএনসিসি সভা নিয়মিত করার জন্য সভয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Media Report

CNN TV News
71 TV News

Donate Now

Pay your donation to send money on Nagod payment number 01818588837 simply copy & send a donation